ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রোববার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উভয়পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্ররা রাতে মেডিকেল কলেজের রাস্তার ওপর ক্রিকেট খেলে। এছাড়া বেশ কিছু ছাত্র মেডিকেল ভেতর আড্ডা দেয়। তারা মেডিকেল কলেজের ছাত্রীদের বিভিন্ন সময় ইভটিজিং করে। এ কারণে তাদের সন্ধ্যার পর মেডিকেল কলেজের মধ্যে ঢুকতে নিষেধ ও রাস্তায় ক্রিকেট খেলতে বারণ করা হয়।
এতে তারা ক্ষিপ্ত হয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।