মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ২০২২ সালের ৩০ জুন যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ নভেম্বর) ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
সচিব বলেন, ‘পদ্মা সেতুর কাজ ৮৭ শতাংশ অগ্রগতি হয়েছে। আশা করছি, ৩০ জুন বা তার আশেপাশের সময়ে যান চলাচলের জন্য ওপেন করে দেওয়া হবে।’
মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২১ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, বৈঠকে জেলা পরিষদ (সংশোধন) আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।