চীন ও পাকিস্তানকে ছাড়াই এশিয়ার সাতটি দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ‘দিল্লি আঞ্চলিক নিরাপত্তা সংলাপ’ বেশ ভালোভাবে সম্পূর্ণ করেছে ভারত।
এর মাধ্যমে ক্ষমতাধর তালেবান গোষ্ঠী এবং তাদের দোসরদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে দিল্লি। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পরে ভারত এই অঞ্চল থেকে প্রথমে প্রতিবাদ জানিয়েছে। দেশটি বলছে, তালেবানের হাতে আফগান জনগণকে ছেড়ে দেওয়া বিশ্ব নেতৃত্ববৃন্দের ঠিক হবে না।
অর্থাৎ তালেবানকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া যাবে না। ভারতের ডাকে আফগানিস্তান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়া ও ইরানের সাথে মধ্য এশিয়ার পাঁচটি দেশ- তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান – অংশ নিয়েছে।
এই আটটি দেশের সম্মিলিত সিদ্ধান্তে ভারত তালেবান সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছে। ভারতে বলেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে এই অঞ্চলকে অস্থিতিশীল করার খায়েস তাদের পূরণ হবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।