তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি। উপজেলায় ১০ ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে  ৬১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে বেশির ভাগ প্রার্থীই আ’লীগের মনোনয়ন চেয়েছিলেন।
 সাধারন সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৬৬ জন এবং সংরক্ষিত পদে মনোনয়ন জমা দিয়েছেন ১২৭ জন। এই উপজেলায় হেভিওয়েট প্রার্থীরা আ’লীগের মনোনয়ন থেকে বাদ পড়ায় সাধারন মানুষের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। এই নির্বাচনকে ঘিরে ভোটাররা অন্য রকমের হিসাব কষছ। হেভিওয়েট প্রার্থীরা দলীয় মনোনয়ন না পাওয়ায় প্রতিকের চেয়ে ব্যক্তিকেই বড় মনে করছেন সাধারন মানুষ।
 ১০ ইউনিয়নে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন,
ঘোষপুর ইউনিয়নে ৪ জন। নৌকা প্রতিকের এসএম ফারুক হোসেন , ইমরান হোসেন, মো. সামসুর রহমান, মিজানুর রহমান।
ময়না ইউনিয়নে ১০ জন। নৌকা প্রতিকে পলাশ বিশ্বাস, কামরুজ্জামান, সাইমুজ্জামান, আশরাফুজ্জামান, আশরাফুল আলম, মো. আবদুল হক মৃধা, মো. আবুল হোসেন মৃধা, মশিউল আলম মৃধা, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক নাসির মো. সেলিম, সহিদুল ইসলাম মানছুর।
 চতুল ইউনিয়নে ৬ জন। নৌকা প্রতিকে খন্দকার আবুল বাশার, উজ্জ্বল, মো. ফিরোজ মোল্যা,  উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম, মো. এম এম আলামুজ্জামান, মো. সোহরাব মোল্যা।
গুনবহা ইউনিয়নে ৫ জন। নৌকা প্রতিকে কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল বাশার বিপ্লব, আমিনুল ইসলাম, মো. খলিল হোসেন।
শেখর ইউনিয়নে ৪ জন। নৌকা প্রতিকে কামাল আহমেদ,  হেভিওয়েট প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ।
বোয়ালমারী সদর ইউনয়নে ৭ জন। নৌকা প্রতিকে ওহাব মোল্যা তাঁরা, মো. আবদুল হক, এলেম শেখ, মো. মিজানুর রহমান, একেএম হামিদুল বারী, মো. কামরুজ্জামান, মো. আতিয়ার রহমান মোল্যা।
 পরমেশ্বরদী ইউনিয়নে ৬ জন। নৌকা প্রতিকে মো. সোলাইমান মোল্যা, মান্নান মাতুব্বর, আইয়ুব ফকির, মো. আমিনুর রহমান, শরীফ মো. নজরুল ইসলাম, মো. সাব্বির মিনা অনিক।
দাদপুর ইউনিয়নে ৯ জন। নৌকা প্রতিকে সাজ্জাদুর রহমান হাই, বর্তমান চেয়ারম্যান মো. মোশারর হোসেন, আবুল কাশেম কাজী, মো. ওবায়দুর রহমান, গাউজার রহমান, মো. জালাল উদ্দিন, হারুনার রশিদ, শামিম মোল্যা, মিসকাত আলী।
 রূপাপাত ইউনিয়নে ৫ জন । নৌকা প্রতিকে মহব্বত আলী, মো. মিজানুর রহমান মোল্যা, বেলায়েত হোসেন নাজির, রবিউল মোল্যা, হেমায়েত হোসেন মোল্যা।
 সাতৈর ইউনিয়নে ৬জন। নৌকা প্রতিকে মো. মজিবর রহমান মোল্যা, রাফিউল আলম মিন্টু, খন্দকার নাজিরুল ইসলাম, জাকির হোসেন লাল, জাকির হোসেন টিআই, মো. আবদুল ওয়াদুদ খান।
বৃহস্পতিবার ২৫ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, সাধারন সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যরা মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আজমল হোসেন বলেন, ২৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।