আসন্ন ২৮ নভেম্বর শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু।
তিনি জানান, ২৫ নভেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সোনামজিদ স্থলবন্দর শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের মধ্যে হওয়ায় নির্বাচনের স্বার্থে ২৮ নভেম্বর বন্দরের সব কার্যক্রম বন্ধের অনুরোধ জানানো হয়েছে।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ২৮ নভেম্বর বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৯ নভেম্বর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।