হোয়াটসঅ্যাপ আসছে নতুন ফিচার ‘মেসেজ রিঅ্যাকশনস’। তবে ছয় ইমোজিতে সীমাবদ্ধ থাকবে হোয়াটসঅ্যাপের এ ‘মেসেজ রিঅ্যাকশনস’। অ্যান্ড্রয়েডবিষয়ক সাইট ‘ডব্লিউএবেটাইনফো’ জানিয়েছিল, নতুন ফিচারটি যোগ হবে হোয়াটসঅ্যাপের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে।
বিপুল সংখ্যক ইমোজি থেকে নিজের পছন্দমতো ইমোজি বেছে নিয়ে বা ‘কাস্টোম রিঅ্যাকশন’-এর জন্য ইমোজি বেছে নেওয়ার সুযোগ পাবেন না ব্যবহারকারী। এছাড়াও একটি মেসেজের সবগুলো ‘রিঅ্যাকশন’ একসঙ্গে দেখার অথবা নির্দিষ্ট একটি ইমোজি দিয়ে বাকিগুলো ফিল্টার করে দেখার সুবিধা পাবেন ব্যবহারকারী।
অ্যান্ড্রয়েডবিষয়ক আরেক সাইট ‘অ্যান্ড্রয়েড অথরিটি’ জানিয়েছে, বাজারে ব্যাপক গুঞ্জন চললেও হোয়াটসঅ্যাপ কবে নাগাদ ফিচারটির আনুষ্ঠানিকভাবে বাজারজাত করবে, সেই তথ্য এখনও জানা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।