মোঃ ছিদ্দিক,ভোলা প্রতিনিধি: দৌলতখানের মেইন রোডের কাজ চলাকালীন সময়ে বিকল্প সড়ক হিসেবে চরখলিফা মাদ্রাসার মোড় থেকে পশু হাসপাতালের মোড় এই রোডটি ভারী যানবাহন চলাচলে ব্যাবহার করে।

অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারনে রোডের এক পাশের অংশ অনেকখানি ডেবে/ বসে যায়। উঁচুনিচু হওয়ার কারনে এখানে প্রায়ই রিক্সা, ভ্যান, নসিমন উল্টে মারাত্মক দূর্ঘটনার শিকার হচ্ছে। দৌলতখান বাজারের আসে পাশের ব্যস্থতম সড়কের ভিতর এটি একটি। প্রতিদিন এই রোডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্রছাত্রী ও কর্মজীবি মানুষ চলাচল করে। তাই সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে দৌলতখানের চরখলিফা মাদ্রাসার মোড় থেকে চরখলিফা মাদ্রাসা পর্যন্ত এই রোডটি যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করা জরুরি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।