নিরাপদ সড়ক ও অন্যান্য দাবিতে রাজধানীর সড়কে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) মতিঝিল, শান্তিনগর, কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এ কারণে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।
বুধবার দুপুর ১২টার পর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদ করতে থাকে। দেড়টার দিকে তারা শান্তিনগর হয়ে মৌচাক, কাকরাইলসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
রমনা থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।