শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার(১লা ডিসেম্বর)নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। নাটোর সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক শামীম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ডিসি শামীম আহমেদ বলেন, সচেতনতার বিকল্প নেই, আসুন এইডস ও করোনা প্রতিরোধে সচেতন হই স্বাস্থ্যবিধি মেনে চলি রোগবালাই দূর করি। এইডস করোনাসহ সকল মহামারীর বিরুদ্ধে আমাদের সচেতনতাই পারে রুখে দাঁড়াতে। আমরা আমাদের সঠিক কর্তব্য পালন করলে, পরিশুদ্ধ থাকলে,স্বাস্থ্যবিধি মেনে চললে সকল ধরনের রোগ বালাই থেকে আমরা মুক্ত থাকতে পারবো আসুন আমরা সবাই এ বিষয়ে সচেতন হই। এ সময় অন্যান্য বক্তারা বলেন,আশির দশকে উৎপত্তি হওয়া এইডস এখনো বিশ্ব থেকে নির্মূল হয়ে যায়নি। নিরাপদ শারিরিক সম্পর্ক, সেলুন বা পার্লারে নিরাপদ ক্ষৌরকর্ম,নিরাপদ রক্ত সঞ্চালন-এসব স্বাস্থ্য বিধি মেনে এইডস এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। উল্লেখ্য যে,আলোচনা সভায় নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রবিউল আওয়াল পাওয়ার পয়েন্টে মূল বক্তব্য উপস্থাপন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।