মোঃ জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের খানসামায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি অসহায় পরিবারের পুনর্বাসনে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহান বিজয়ের এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাঁচপীর ডাঙ্গাপাড়ায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রতিটি বাড়ী প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দে ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ৫টি পরিবারের পাকা বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা ভূমি অফিসার মারুফ হাসান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলার পিআইও এনামুল হাসান, উপজেলার উপ সহকারী প্রকৌশলী আর.কে রায় প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।