আকাশ রহমান স্টাফ রিপোর্টারঃ

হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন।কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন শীতবস্ত্রের। আর সেই কথা ভেবেই অসহায় দুঃস্থ এতিম শিশুদের পাশে দাঁড়ালেন WEG Site – সংগঠন।

 

(৩ ডিসেম্বর) রোজ শুক্রবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মঈন উদ্দিন , ধর্ম সম্পাদক রফি,ও সদস্য মাহফুজ এর সহযোগিতা চট্টগ্রামের বিভিন্ন হেফজখানা ও এতিমখানায় এবং কিছু অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এই সংগঠন ।

 

এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে যুক্ত ছিলেন, সংগঠনের সদস্য রবি,মাহিন,রফি,রাভী,আহমদ,সায়মন,ওমি,আসমা,নুরজাহান,ফরহান,নিশাত,মনির,রনজিৎ, মাহফুজ প্রমুখ।

 

বিতরণীয় কার্যক্রম শেষে সদস্যরা বলেন,”আলহামদুলিল্লাহ! এই কাজগুলো করে আমরা মনে একধরনের প্রশান্তি খুঁজে পাচ্ছি,আমাদের জন্য দোয়া করবেন”।বিনোদন ধর্মী সামাজিক এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই বছর অক্টোবর থেকেই।এর ভিতরেই আমরা বেশ কিছু সেবামূলক সামাজিক কর্মকাণ্ড সম্পন্ন করেছি ।

 

(WEG Site) এর সভাপতি ফরহাদ উদ্দিন রবি বলেন, “এই ধরনের কার্যক্রম যত বেশী হবে ততই অসহায়-গরীব দুঃখীরা উপকৃত হবে।এই ধরনের একটি উদ্যেগে শারীরিক-মানসিক এবং আর্থিকভাবে সাহায্য করে বাস্তবায়ন করায় সংগঠনের সব সদস্যদের ধন্যবাদ জানান তিনি।”