তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকা থেকে কুমার নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় নেওয়ার অপরাধে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করিম।

আদালত সুত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারায়, বোয়ালমারী সদর ইউনয়নের সৈয়দপুরে অবস্থিত গোল্ডেন ইটভাটাকে কুমার নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে এনে ইট প্রস্তুতে ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন,  ইটভাটা মালিককে সংশ্লিষ্ট আইন মেনে পরিবেশের ক্ষতি না করে ভাটা পরিচালনার জন্য বলা হয়েছে। এছাড়া বালু ও মাটি খেকোদের সতর্ক করা হলো, ভবিষ্যতে আইনের আওতায় এনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।