ঢাকাতে বসেই ‘প্রীতিলতা’ সিনেমার পরের ধাপের শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। প্রীতিলতা চরিত্রের জন্য চুলও কেটেছেন। তবে অভিনেত্রীর বোধহয় মন-মেজাজ ভালো নেই। তাইতো, গভীর রাতে সাধের আইফোন ভাঙলেন! বুধবার রাত ১২টা ১৯মিনিটে নিজের স্মার্টফোন (আইফোন ১৩ প্রো ম্যাক্স) ভেঙে ফেসবুকে জানান দেন চিত্রনায়িকা
পরীমনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- ‘Done ’। যে তিনটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন, তাতে বোঝাই যাচ্ছে রাগের মাথায় হয়তো আছাড় দিয়েছেন ফোনটি! তবে, কেন-ই বা এভাবে ফোনটি ভাঙলেন, সেই বিষয়ে কিছুই জানাননি নায়িকা। এর ঘণ্টাখানেক আগেই চিত্রনায়িকা পরীমনি একটি ছবি প্রকাশ করেন নিজের ফেসবুক পেইজে।
হাস্যোজ্জল নেই ছবি ক্যাপশনে লেখেন- ‘এই যে আমি… ’। ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। একের পর এক কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরীমনির দুই ছবি ‘বিশ্বসুন্দরী’ ও ‘স্ফুলিঙ্গ’।
এছাড়া অরণ্য আনোয়ারের ‘মা’ আর চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ সিনেমাতেও অভিনয় করবেন পরীমনি। শিগগিরই সেগুলোর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।