আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তুোষ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। সেই সঙ্গে তিনি আসামিদের দণ্ড দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন।
বুধবার এ মামলার রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
আবরার ছিলেন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আসামিরাও সবাই বুয়েটের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপাচার্য বলেন, আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুত, সুষ্ঠুভাবে হয়েছে। করোনাভাইরাসের প্রভাব না থাকলে আরও স্বল্প সময়ে হতো।
তিনি বলেন, রায়ে ২০ জনের ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন হয়েছে। বিচারকরা সাঠিকভাবে বিচার করেছেন। তারা প্রজ্ঞা ও আইন অনুযায়ী বিচার করেছেন। তাদের ওপর আমাদের আস্থা রাখা উচিত।
উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের এটাই মনে রাখতে হবে যে, যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয় তাকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। এখন আমরা আশা করব এটা যেন দ্রুত সময়ে কার্যকর হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।