শেখ মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ সকল বাধা উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ জানুয়ারি -২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এর বড় পুত্র
কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর বিশাল কর্মী সমাবেশ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বুধবার বিকালে পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজীউর রহমান,
ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বুদ্ধদেব সরকার , আওয়ামীলীগ নেতা গাজী রফিকুল ইসলাম (রঘুরামপুর),মাষ্টার আমিনুর রহমান (রঘুরামপুর), ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমিনুর রহমান প্রমুখ। কর্মী সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীসহ ছাত্রলীগ ,
যুবলীগ,কৃষকলীগ ও মহিলা দলের নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন মুলক কাজের কথা তুলে ধরে বলেন, ইউনিয়ন বাসী যদি চাই আমি পুনরায় নির্বাচন করব ,
না চাইলে আমি নির্বাচন করবো না। এ সময় উপস্থিত হাজারো জনগণের জোরদাবীর প্রেক্ষাপটে তিনি নির্বাচন করতে রাজি হন। তিনি আরো বলেন আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে অকপটে গ্রহণ করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।