নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:দেশব্যাপি ছাত্রদলের রাজনীতির কার্যক্রম আরও গতিশীল করতে মণিরামপুরে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ছাত্রদলকে আর গতিশীল করার লে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মণিরামপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ওলিয়ার রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র আহবায়ক খায়রুল ইসলাম, যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, আব্দুল হাই, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খাঁন, অ্যাড. মকবুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক আব্দুল্লঅহ আল মামুন, এনামুল কাদির, ছাত্রদল নেতা এনামুল হাসান, ফিরোজ হোসেন, রাকিবুল হাসান শুভ, পারভেজ হাসান, ফয়সাল আহমেদ স্বাধীনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।