বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বেশকিছু সড়কে যানচলাচল সাময়িক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২১টি সড়কে ডাইভারসন থাকবে। এসব সড়ক দিয়ে ভিভিআইপিরা বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন বলেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে ডাইভারশন এলাকা দিয়ে অনুষ্ঠানে আসা যানবাহন ছাড়া অন্য কোন গাড়ি চলাচল করতে পারবে না।

অন্যদিকে মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবারও সংসদ ভবন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য একই সময়ে বিভিন্ন সড়কের ১২টি পয়েন্ট ডাইভারশন থাকবে। এছাড়া ডাইভারশন এলাকায় যাদের বাড়ি আছে তারা যেন জরুরি প্রয়োজন ছাড়া বের না হন সেজন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, ডাইভারশন এলাকায় ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানে আসা স্টিকার লাগানো গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি চলাচল করতে পারবে না। তবে অ্যাম্বুলেন্সের মতো জরুরি যান চলাচল করতে পারবে। এছাড়া একই কারণে সংসদ ভবন প্লাজা এলাকায় আয়োজিত অনুষ্ঠানের জন্য দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২ পয়েন্ট ডাইভারশন থাকবে। এসব রাস্তায় চলাচল করি সাধারণকে বিকল্প রাস্তা ব্যবহার করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আজ ২১ পয়েন্টে ডাইভারশন
সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভরোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুরবাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, সঙ্গীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং।