বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া: বাংলাদেশের ৫০ তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন । মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুমে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া আওয়ামীলীগের সদস্য হুমায়ুন কবিরের সঞ্চালনায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুগ্নআহ্বায়ক আলহাজ্ব কামরুজ্জামান কামাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতো আকতার হোসেন ,মনিরুজ্জামান মনির, এ কামাল চৌধুরী,তাজকির আহমেদ ,নাজমুল ইসলাম বাবুল , মো সেলিম হোসেন, আনোয়ার হোসেন টাবলু, জাকির হোসেন, জিদুল ইসলাম,মোহাম্মদ আক্তার হোসেন, শওকত হোসেন, বাবলা মজুমদার, বিসাত আব্দুল্লা, শহিদুল ইসলাম সৈকত,রেজাউল হক ললায়ন, বিএম বাবুল হাসান ,নূর মোহাম্মদ ভূঁইয়া ,মোহাঃ আকতার ,বাবলা মজুমদার ,জহিরুল ইসলাম জহির ,মাসুদুল ইসলাম রনিসহ, ইলিয়াছ হোসেন মালয়েশিয়া আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বহির্বিশ্বে উন্নয়নের রূপকার, বঙ্গবন্ধু কন্যা ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপ প্রচারকারী বিএনপি ও জামাতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মালয়েশিয়া আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সভায় বীর মুক্তি যোদ্ধা শওকত হোসেন পান্না ১৯৪৭ সালের থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সৃষ্টির অবদানের কথা তুলে ধরেন, এবং বর্তমান প্রজন্মের কাছে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আহবান করেন!
বক্তারা তাদের বক্তব্য প্রাধান মন্ত্রী শেখ হাসিনার সাহসী নেত্রীতের প্রশংসা করেন ও তারা দূর্ঘ আয়ু কামান করেন।
সভাপতির বক্তব্য অহিদুর রহমান অহিদ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার করা হয় তার সঠিক জবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার আহবান করেন মালয়েশিয়া আওয়ামী লীগে নেত্রী বৃন্দ সহ সকল কর্মীদের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।