(দেবাশীষ চক্রবর্তী বাবু) কলারোয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি নারী কর্মচারীকে অশ্রাব্য গালিগালাজ ও যৌন নির্যাতন চালানোর হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যৌন নির্যাতন চালানোর হুমকি দাতা চেয়ারম্যানের নাম মাহফুজুর রহমান নিশান। তিনি উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে সরকারি নারী কর্মচারী সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে।তবে হুমকি দাতা ওই চেয়ারম্যান, একদিন পর ঐ ঘটনার জন্য ইউ এন ও এর দপ্তরে এসে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে মুচলেকা দেওয়ার অঙ্গীকার করে এবারের মত পার পেয়ে গেলেন।
এই বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের পত্র থেকে জানাযায়, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, গত সোমবার দুপুর ১২ টার দিকে বাঁটরা কমিউনিটি ক্লিনিকে যান, কোন কারণ ছাড়াই, ঐ ক্লিনিকের সি এইচ সিপি নারী কর্মচারী নাজনীন নাহার কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। এ ঘটনায় ওই নারী কর্মচারী বিষয়টি তার উর্দ্ধতন কর্তপক্ষকে জানাবেন বললে, চেয়ারম্যান নিশান আরও ক্ষিপ্ত হয়ে তাকে জানান, তোর কোন বাপ আছে ডেকে নিয়ে আয়। তোর স্যারের গুষ্টি উদ্ধার করবো সেই সাথে ঐ নারী কর্মচারীকে যৌন নির্যাত চালানোর হুমকি দেন চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান।
এ ঘটনায় চেয়ারম্যানের হাতে নির্যাতিত ঐ নারী কর্মচারী মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি জানতে পেরে কলারোয়ার ইউ এন ও জুবায়ের হোসেন চৌধুরী গতকাল বুধবার সকালে তার নিজ দপ্তরে চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান ও লাঞ্চনার শিকার নারী কর্মচারী সি এইচ সিপি নাজনীন নাহারকে নিয়ে ঘটনাটির সত্যতা জানার চেষ্টা করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি হাসপাতালের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, আর এম ও ডাঃ শফিকুল ইসলাম, এম ও ডি সি ডাঃ আশিক বাহার, সি এইচ সিপির কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সি এইচ সি পি রাজীব হোসেন, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ঐ ঘটনায় চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান ইউ এন ও দপ্তরে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন সেই সাথে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে মুচলেকা দেওয়ার অঙ্গিকার করায় এবারের মত পার পেলেন।
উল্লেখ্য মাহফুজুর রহমান নিশান আওয়ামীলীগের বিদ্রোহী হয়ে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এক মাস আগে তার বিরুদ্ধে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেব সহ-সভাপতি শেখ মারুফ আহমেদ জনিকে হত্যা চেষ্টার অভিযোগে কলারোয়া থানায় ১৪/১১ তারিখ নিয়মিত মামলা হয়। মামলা নং- ২০।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।