সৌদি আরবে বিশাল এক সংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। চার দিনের এই উৎসবে ছিল আলোর ঝলকানি। উৎসবটি শেষ হয় গত রোববার। জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা মঞ্চ মাতিয়েছেন। রিয়াদের মরুভূমিতে নেচে-গেয়ে তাঁদের সঙ্গ দিয়েছেন প্রায় সাত লাখ সংগীতপ্রেমী নারী-পুরুষ।

এমন উৎসবের আয়োজন সৌদিতে বিরল ঘটনা। জাঁকজমকপূর্ণ এ সংগীত উৎসবে বিশ্বের বিভিন্ন স্থান থেকে জনপ্রিয় সব তারকা যোগ দেন। টিয়েস্তো, মার্টিন গ্যারিক্স, ডেভিড গুয়েটার মতো তারকারাও ছিলেন। এ ছাড়া বিশ্বের জনপ্রিয় সব ডিজে (ডিস্ক জকি) উৎসবের মঞ্চ মাতিয়েছেন।

খবর গালফ নিউজের। ডিজে ডেভিট গুয়েটা বলেন, ‘প্রথমবারের মতো (সৌদি আরবে) সবাই একসঙ্গে নাচার সুযোগ পেয়েছিল। এ ছাড়া সৌদি আরবের জন্য এটা ঐতিহাসিক একটা ঘটনা।

এমন ঐতিহাসিক একটি মুহূর্তের অংশ হতে পেরে আমি আনন্দিত।’ উৎসবে নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থা ছিল না। এ আয়োজনের মধ্য দিয়ে দেশটি বড় এক পরিবর্তনের সাক্ষী হয়ে থাকল।