আসছে ‘দঙ্গল-টু’?
আমির খানের ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’ এখনো কাঁপিয়ে চলেছে বক্সঅফিস। এরই মধ্যে পরিচালক নিতেশ তিওয়ারি বললেন ভালো গল্প পেলে এ ছবির সিক্যুয়াল তৈরিতে আপত্তি নেই তার!
ভারতের ইতিহাসে সর্বাধিক ব্যবসাসফল ছবি হিসেবে অবহিত করা হচ্ছে আমির খান অভিনীত স্পোর্টস ড্রামা ‘দঙ্গল’কে। ৩৭৬ কোটি রুপি আয় করা এ ছবি এখনো কাঁপিয়ে চলেছে ভারতের সিনেমা হলগুলো। ‘দঙ্গল’এর সিক্যুয়াল নিয়ে তাই বরাবরই বেশ আগ্রহী ছিলো দর্শক।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাতকারে ‘দঙ্গল’ পরিচালক নিতেশ তিওয়ারি শোনালেন আশার কথা। ‘দঙ্গল’ এর সিক্যুয়াল নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “এখনো এটা নিয়ে ভাবার মতো সময় এসেছে বলে আমার মনে হয় না। তবে ভালো গল্প পেলে নি:সন্দেহে দ্বিতীয় কিস্তি তৈরির কথা ভাববো।”
সম্প্রতি বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ এর কপিরাইট লঙ্ঘন নিয়ে তৈরি হওয়া জটিলতা প্রসঙ্গে এ পরিচঅরক বলেন, “আমি ‘রেঙ্গুন’ দেখার জন্য অধীর আগ্রহে আপেক্ষা করছি। বিশাল স্যার ও কঙ্গনার কম্বিনেশন বরাবরিই ভালো কিছু তৈরি করে। ‘রেঙ্গুন’ নিয়ে জটিলাতার দ্রুত অবশান ঘটুক সেই কামনাই করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।