অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রকল্প গ্রাম সভাপতিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা রংপুর বিভাগীয় পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,

সহকারী কমিশনার ভূমি মোঃ কামরুজ্জামান সরকার সহ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ প্রমুখ । সভায় প্রধান অতিথি উপজেলার শতভাগ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন ।