মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুরের পানিঘাটায় বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের সংগঠক আইয়ুব হোসেন স্মৃতি ১৬ দলীয় ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের বিজয়ের মাসে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয় বলে জানা গেছে।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ৩.০০ ঘটিকা থেকে শুরু হয়ে এই খেলা শেষ হয় রাত ৩.০০ ঘটিকার দিকে। মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রতি বছর ১৬ ডিসেম্বর এই খেলা পরিচালিত হয়। জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকলে ব্যস্ত থাকায় সংগত কারণেই এবছর ২২ ডিসেম্বর বুধবার খেলার দিন ধার্য করা হয়।
ব্যতিক্রমধর্মী এ খেলায় হাজারের অধিক দর্শকের সমাগম লক্ষ করা গেছে। নক আউট পদ্ধতিতে পরিচালিত উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দুই শক্তিশালী মধুখালি বনাম পলাশবাড়ীয়া ক্রিকেট একাদশ। পরিশেষে ফাইনালে মুখোমুখি হয় নবগঙ্গা ক্রিকেট একাদশ বনাম নালিয়া দক্ষিণ পাড়া ক্রিকেট একাদ । খেলায় নবগঙ্গা ক্রিকেট একাদশ জয় লাভ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
এসময় বিজয়ী ও রানার্সআপ দলকে নগদ অর্থ সহ ট্রফি তুলে দেওয়া হয়। এলাকার প্রবীণ ব্যক্তি জনাব মোঃ রুহুল আমীন সাখাওয়াতীর সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড পানিঘাটার নব নির্বাচিত মেম্বার জনাব ফিরোজ কবির, ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোঃ ওবায়দুর রহমান ও নজরুল ইসলাম টুকু,দৈনিক শ্যাম বাজার পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি জনাব সুজন মাহমুদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।