গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা তানোরে অনুষ্ঠিত হলো। বরেন্দ্র অঞ্চলের গেরুয়া প্রান্তরে ধুলিমাখা মাঠে টকবকিয়ে ছুটছিল ঘোড়া।
আর হাজার হাজার দর্শকের করতালিতে যেন পুরো মাঠ হয়ে উঠেছিল আনন্দ উৎসবের মিলনমেলাতে। রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা জমির মাঠে দুইদিনব্যাপি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ঘোড়া প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
এর আগে গত বুধবার দুপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। আজ বৃহস্পতিবার শেষ দিনে বিকালে ফাইনাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড়া দৌড় খেলায় তিন ক্যাটাগরিতে নয়টি বিজয়ী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কামরুজ্জামান চঞ্চল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাশার সুজন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল সরকার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন আমিন, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, কলমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন।কামারগাঁ ইউনিয়ন পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ফজলে রাব্বি ফরহাদ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।