এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ লাশ বুঝে নিয়েছেন বরগুনা জেলা প্রশাসক। এদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত করে ৪ জনের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টায় ঢাকা-বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে নিহত, নিখোঁজ ও লঞ্চবাহী যাত্রীদের বিষয়ে যেকোনো তথ্য জানা বা অবহিত করার জন্য জেলা প্রশাসন কন্ট্রোল রুম নম্বর চালু করছে।
নিহতদের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে রাতে রাখা হবে। হাসপাতাল থেকে নিহতদের মরদেহ শনাক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।কন্ট্রোল রুমের মোবাইল নম্বর: ০১৭১৬৭০০২৭০।ফোন নম্বর: ০২৪৭৮৮৮৬২৪৮।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।