টাঙ্গাইলে ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে বয়স্কদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে অনেকেই পরিবারের সদস্যদের সাথে নিয়ে এবং রিকশা কিংবা ভ্যানে করে ভোট দিতে কেন্দ্রে আসছেন।
ঠিক এমনি একজন টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া গ্রামের সিরাতন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেয়ের কোলে চড়ে সিরাতন ভোট দিতে আসেন৷
dhজাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৮১ বছর৷ কিন্তু পরিবারের দাবি তার বয়স ১১৫ বছর। সিরাতনের ৭ মেয়ে ও ২ ছেলে৷ তার স্বামী প্রায় ১৫ বছর আগে মৃত্যুবরণ করেছেন৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।