ভোটগ্রহণ শুরুর কয়েক ঘন্টা আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার।
আজ রোববার (২৬ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে তিনি মারা যান। কর্ণফুলী উপজেলা রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে।
ঐ ওয়ার্ডে ভোটগ্রহণ যথারীতি চলছে। মৃত ব্যক্তি যদি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনির উদ্দিন হিসেবে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।