রংপুর ক্যাডেট কলেজে চারদিনব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) কলেজ মাঠে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ কর্ণেল কাজী তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রতিযোগী খেলোয়ারদের শপথবাক্য পাঠ করান কলেজের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান হিমেল। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী,
কর্মকর্তা কর্মচারীরা। প্রতিযোগিতায় কলেজের ওমর ফারুক হাউজ, তিতুমীর হাউজ ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউজের প্রতিযোগীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।