পঞ্চম ধাপে ইউপি নির্বাচন কেন্দ্র করে ক্রমেই অশান্ত হয়ে উঠছে ফরিদগঞ্জ। সর্বশেষ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ আলম শেখের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে ওই ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামের শেখ বাড়িতে প্রার্থীর বসতঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন।
স্থানীয়রা জানান, রাতেই অগ্নিকাণ্ডের ঘটনা টের পেয়ে বাড়ির বাসিন্দাসহ দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ও চেয়ারম্যান প্রার্থী শাহ আলম শেখ জানান, নির্বাচনি প্রচারে নামার পর থেকেই তাকে আ.লীগ প্রার্থীর লোকজন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি-ধমকি দিয়ে আসছেন। তারই জের ধরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে মনে করছেন তিনি। একই সঙ্গে সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করেন তিনি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।