খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ বলেন, শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সারাদেশের ন্যায় দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের উন্নয়ন হয়।

চলমান পদ্মা সেতুর কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে উল্লেখ করে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অগ্রণী ভুমিকা রাখার আহবান জানান।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাইকগাছা পৌরসভা মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আজিজুর রহমান রাসেল।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু, খুলনা জেলা স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,জি এম ইকরামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রভাষক ময়নুল ইসলাম, এম এম আজিজুল হাকিম সহ আ’লীগ যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ মহিলালীগ ও দলীয় অন্যান্য সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।