সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাস। ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের খেলোয়াড়রা আক্রান্ত হওয়ার পর এবার স্প্যানিশ ক্লাবগুলোতেও নজর পড়েছে করোনার। প্রথমাবস্থায় তিনজন আক্রান্তের পর এবার বার্সেলোনার আরও চারজন আক্রান্ত হয়েছেন করোনায়।
মঙ্গলবার ও বুধবার (২৯ ডিসেম্বর) দুইটি পৃথক বিবৃতিতে কাতালান নতুন করে আক্রান্তদের খবর নিশ্চিত করে। যেখানে রয়েছেন সামুয়েল উমতিতি, উসমান দেম্বেলে,
গাভি ও আলেহান্দ্রো বাল্দে। লা লিগার নিয়ম মেনে নিয়মিত পিসিআর পরীক্ষার পর নতুন এই চারজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়। বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড়রা সুস্থ আছেন এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
এর আগে সোমবার ক্লেমোঁ লংলে ও দানি আলভেসের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এরপর সেই তালিকায় মঙ্গলবার যোগ হয় ডিফেন্ডার জর্দি আলবার নাম।
এবার নতুন করে আরও চারজনের নাম জানিয়েছে ক্লাবটি। কাতালান শিবিরে এখন সর্বমোট করোনায় আক্রান্ত ফুটবলারের সংখ্যা সাত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।