ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন।
শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। দিনাজপুর নবাবগঞ্জের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বে-সরকারি সংস্থা ইসলামিক রিলিফ।
বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চত্তরে ২শ ৫৬ টি অসহায় দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মঝে শীত বস্ত্র তুলে দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম। এ সময় থানার (ওসি) মো ফেরদৌস ওয়াহিদ, ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির রাজুসহ অনেকে উপস্থিত ছিলেন ।
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উপজেলা শাখার প্রজেক্ট কর্মকর্তা মোঃ নাজমুল হক জানান, উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউপি‘র হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শীতার্তদের অগ্রাধিকার ভিত্তিতে মোট ২৫৬ টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতি জনকে ২টি চাদর,২টি কম্বল ও ১টি করে সোয়েটার দেয়া হয় ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।