ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ অব বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ সাধারণ সভার আয়োজন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান পবারুল ইসলামের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক’অঞ্চলের ডিরেক্টর একরামুল হক। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, জেলার পীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান ওমর ফারুক, রাণীশংকৈলে উপজেলার সংগঠনটির চেয়ারম্যান আব্দুস ছালাম, বালীয়াডাঙ্গী উপজেলার সংগঠনটির চেয়ারম্যান আফজাল হোসেন, হরিপুর উপজেলার সংগঠনটির চেয়ারম্যান জাহিরুল হক, সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ট্রেজারার ওঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর
সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়া কয়েকশ শিক্ষক পরিবারের সমন্বয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটি শিক্ষক ও কর্মচারীদের বিপদ আপদে আর্থিক অনুদানের পাশাপাশি সমস্যা সমাধানে ভুমিকা রাখছে। অনুষ্ঠানে বেশকিছু ইভেন্টে অংশ নেয়া শিক্ষক ও কর্মচারি পরিবারের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।