১০ জানুয়া‌রি প্রকাশ করা হ‌বে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের অ‌ধিভুক্ত সরকা‌রি সাত ক‌লে‌জের স্নাতক প্রথম ব‌র্ষের ( শিক্ষাবর্ষ: ২০২০-২১) ক‌লেজ ও বিষয় পছ‌ন্দের তা‌লিকা।

শ‌নিবার ( ১ জানুয়া‌রি ) বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ক‌ম্পিউটার ও প্র‌কৌশল বিভা‌গীয় প্রধান অধ্যাপক ড. মো. মোস্তা‌ফিজুর রহমান। তি‌নি ব‌লেন, আগামী ১০ জানুয়া‌রি মেধাতা‌লিকা প্রকাশ করা হ‌বে এবং ১১ জানুয়া‌রি থে‌কে ভ‌র্তির সকল কার্যক্রম শুরু হ‌বে।

এছাড়াও আসন ফাঁকা থাকা সা‌পেক্ষে পর্যায়ক্র‌মে ২য়, ৩য় মেধাতা‌লিকা প্রকাশ করা হ‌বে।

এর আ‌গে ভ‌র্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৫ ডি‌সেম্বর থে‌কে ২০ ডি‌সেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ভ‌র্তি বিষয় ও‌য়েবসাইট থে‌কে ক‌লেজ ও বিষয় পছ‌ন্দের আ‌বেদন ক‌রেন।

প্রসঙ্গত, গত ৫ ন‌ভেম্বর বানিজ্য অনুষদ, ৬ ন‌ভেম্বর বিজ্ঞান অনুষদ এবং ১৭ ন‌ভেম্বর কলা ও সমাজবিজ্ঞান অনুষ‌দের ভর্তি পরীক্ষা অনু‌ষ্ঠিত হয়।