রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ সংসদ বিরোধী দল জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। শনিবার (১ জানুয়ারি) সকালে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট অফিসার্স ক্লাবে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা, বর্ণাঢ্য রালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয়পার্টির লালমনিরহাট জেলা সদস্য সচিব মোঃ জাহিদ হাসান ও সভাপতি ছিলেন, লালমনিরহাট সদর উপজেলার জাতীয়পার্টির আহবাহক মোঃ এ্যাড. নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রতন, সুলতান আহমেদ বাবলু, জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সদস্য সচিব রুহুল আমিন দুদু, জাতীয় পার্টি লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব আলমগীর চৌধুরী প্রমুখ। এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।