ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার জামালপুর: তাং ০১/০১/২০২২ খ্রীঃ ১ জানুয়ারি ২০২২ জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে ছোট ছোট মিছিলের সমন্বয়ে গঠিত বিশাল আনন্দ শোভাযাত্রাটি জামালপুর শহরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন, জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ ও সদস্যসচিব আলহাজ্ব জাকির হোসেন খান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট আনিছুর রহমান মানিক,
সাধারণ সম্পাদক কাজী খোকন, জাতীয় পার্টি জামালপুর শহর শাখার আহ্বায়ক শাহজাদা চৌধুরী, সদস্য সচিব মোঃ লুতফর রহমান, জাতীয় পার্টি আইনজীবী ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট বাবর আলী খান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।