সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সূত্র জানায়, আগামী বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে কোহলি-রোহিতের দল।
দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ফিরেই বাংলাদেশ সফরে আসার কথা বিরাট কোহলির দলের। এই সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।