অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে শেষ ধাপে ৩৩৬ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি এনজিও সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ । এ নিয়ে মোট ৯০০ পরিবারকে শীতবস্ত্র দিল সংস্থাটি ।
সোমবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন ।
প্রতি পরিবারের ৫ সদস্যের জন্য শীতবস্ত্র হিসেবে ২ টি চাদর,২ টি কম্বল ও ১ টি করে সোয়েটার (শিশু) দেয়া হয় ।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রজেক্ট কর্মকর্তা মোঃ নাজমুল হক,সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সহকারি মাঠ কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।