মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ২১১ বলে ৭ চারে ৭০* রানে অপরাজিত ছিলেন। তাঁর পরিণত ব্যাটিং দেখে সবাই তিন অঙ্কের স্বপ্ন দেখছিল। তবে আজ তৃতীয় দিন সকালেই আর মাত্র ৭ বল খেলে এবং ৮ রান যোগ করে তিনি আউট হয়ে যান। ২২৮ বলে ৭৮ রানের ইনিংসটি মাহমুদুলের উজ্জ্বল ক্যারিয়ারের ইঙ্গিত দেয়। আজ তৃতীয় দিনের খেলা শেষে জানালেন ইনিংস গড়ার গল্প।

টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার, কাইল জেমিসন- ভয়ংকর চার পেসার নিয়ে বিশ্বসেরা পেস লাইনআপ তৈরি করেছে নিউজিল্যান্ড। নিয়ন্ত্রণ, সুইং, সিম, বাউন্স আর আগ্রাসন মিলিয়ে বিশ্বের যেকোনো ব্যাটারের কাছেই এই পেসাররা আতঙ্কের। তাঁদের কিভাবে সামলালেন মাহমুদুল? এই তরুণ বলেন, ‘নিউজিল্যান্ড দলের পেস বোলিং আক্রমণ বিশ্বসেরা। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল। আমি এ ক্ষেত্রে আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। ওদের বোলারদের নাম না দেখে বল দেখে খেলার চেষ্টা করেছি।’

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ২১ বছর বয়সী মাহমুদুল আরো বলেছেন, ‘আমার পরিকল্পনা ছিল রানের দিকে না গিয়ে বেশি বেশি বল খেলার। আমি বেশি বল খেলতে পারলে রান এমনিতেই আসবে। আমার সঙ্গী যারা ছিলেন—সাদমান ভাই, শান্ত ভাই, মুমিনুল ভাই, সবাই একই কথা বলেছেন। এটিই ছিল উইকেটে শান্ত থেকে ব্যাটিং করার পেছনের ভাবনা। মূল ম্যাচের আগে যে প্রস্তুতি ম্যাচ খেলেছি, সেটা অনেক কাজে দিয়েছে। সেখানে আমি খেলার সুযোগ পাই এবং মোটামুটি ভালোই করি। সেখান থেকেই আমি আত্মবিশ্বাস পাই, যেটি টেস্টে মোটামুটি পারফর্ম করতে সাহায্য করেছে।’