ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল।

 

উল্লেখ্য, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ্ কর্তৃক মহান বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে লাঞ্ছিত করার অভিযোগে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

 

এবং পরবর্তীতে তাকে মেয়র থেকে বরখাস্ত ও উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।