গত ২ জানুয়ারি পর্যন্ত মোট রিটার্ন দাখিল হয়েছে ২২ লাখ ৯৯,৬২৫টি। ২০২০ সালে রিটার্ন দাখিল হয়েছিল ২১ লাখ ৫১,৩২৬টি।

গত বছরের তুলনায় রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি হয়েছে ৬.৯০%। ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়লেও কর আদায় কিছুটা কমে গেছে।

এবার রিটার্নের সঙ্গে পরিশোধিত করের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৮১ কোটি টাকা। গতবার এসময়ে ২১ লাখ ৫১,৩২৬টি রিটার্নের বিপরীতে কর আহরণ হয়েছিল ৪০১০ কোটি টাকা।

গতবারের তুলনায় রিটার্ন ১ লাখ ৪৮,০০০ বাড়লেও কর আদায় কমে গেছে ৭২৯ কোটি টাকা অর্থাৎ ৯%। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।