দেশের সকল মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশনের পর শিক্ষার্থীদের শপথ পাঠ করাতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। সোমবার (৩ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
এর আগে গত ৩০ ডিসেম্বর (২০২১) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। এছাড়া গত ২৮ ডিসেম্বর দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের ব্যবস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
অফিস আদেশ শপথ বাক্য পাঠ নিশ্চিত করতে দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা/থানা নির্বাহী অফিসার, সকল জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।