প্রেমিকা লরেন সানচেজকে নিয়ে ২০২২ সালের প্রথম প্রহরে পার্টি করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাদের সেই উদ্দাম পার্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট বার্টসে একটি বিলাসবহুল ইয়টে ওই পার্টি অনুষ্ঠিত হয়। পার্টিতে তাদের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন।
পার্টিতে ৫৭ বছর বয়সী জেফ বেজোস পরেছিলেন রঙচঙে হাওয়াই শার্ট। তার চোখে ছিল মানাসসই হৃদয় আকৃতির সানগ্লাস। অন্যদিনে লরেনের পরনে ছিল কালো রঙের ঝলমলে পার্টি ড্রেস। ওই পার্টিতে লরেনের ছেলে নিকো গঞ্জালেজও উপস্থিত ছিলেন। জেফ বেজোসের ভাই মার্ক বেজোস এবং লরেনের সাবেক স্বামী নিকো গঞ্জালেজের বাবা টনি গঞ্জালেজ।
সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, তারা (বেজোস-লরেন) অনেক দিন ধরে একসঙ্গে রয়েছে। তাই তাদের পরিবারের সদস্যদেরও পরস্পরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। বেজোস তাদের বর্ষবরণের পার্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করার পর তা ভাইরাল হয়। বেজোসের পোস্টে লরেন কমেন্টও করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।