সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটকের প্রতিবাদে ১৪১ দিন, অর্থাৎ প্রায় পাঁচ মাস ধরে অনশন করা ফিলিস্তিনি বন্দি হিশাম আবু হাওয়াশকে মুক্তি দিচ্ছে ইসরাইল। তার আইনজীবী বলেন, ইসরাইলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পর অনশন ভাঙতে রাজি হয়েছেন হিশাম। ৪০ বছর বয়সী হিশামসহ কয়েকজন ইসরাইলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে অনশন করছেন।
অ্যাডমিনিস্ট্রেটিভ আটকদের গোপন প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়, তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানেন না এবং তাদেরকে আদালতে নিজেদের রক্ষা করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না।
গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) হিশামের আইনজীবী জাওয়াদ বলেন, ইসরাইল তাকে (হিশাম) আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার অঙ্গীকার করার পর তিনি অনশন ভাঙতে রাজি হয়েছেন। তবে এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।