দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরও দুদিন থাকতে পারে। মঙ্গলবারের (৪ জানুয়ারি) তুলনায় আজ বুধবার (৫ জানুয়ারি) তাপমাত্রা আরও কিছুটা কমেছে।

আজ রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামীকালও শৈত্যপ্রবাহ একই থাকতে পারে।

 

আরও কিছু এলাকায় এই প্রবাহ ছড়িয়ে পড়তে পারে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা আরও সামান্য কিছুটা কমতে পারে। এছাড়া অনেক এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা পড়তে পারে। দেশের তিন জেলায় তাপমাত্রা এখন ১০-এর নিচে আছে।

রাজশাহীতে ৯ দশমিক ৫, পঞ্চগড়ের তেতুলিয়ায় ৮ দশমিক ৭ এবং কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১০-এর ঘরে আছে ঈশ্বরদী, বদলগাছি, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, যশোর ও চুয়াডাঙ্গা।