অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সেবা নীড়ের জনপ্রিয় ইভেন্ট ‘বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন’। মঙ্গলবার (৪ জানুয়ারি)
রংপুর শহরের উপকণ্ঠে শালবন মিস্ত্রি পাড়ায় অবস্থিত ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (আইইটি) কলেজে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পূূর্বের করোনা মরামারির লাগামহীন আক্রমণ উপেক্ষা করে এবং করোনার দুঃসময়ে স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রেখে গত একবছর যাবৎ সেবা নীড়ের পরিচালক জনাব মোঃ সাজু খানের ঐকান্তিক প্রচেষ্টায় লালমনিরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টিরও বেশি বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দীর্ঘ বিরতি ভেঙে আবারও সেবা নীড়ের ক্যাম্পেইন করা সম্ভব হয়েছে। অন্য ক্যাম্পেইনের মতো আজকের ক্যাম্পেইনেও রক্তের গ্রুপ জানতে আসা উৎসুক ছাত্র-ছাত্রীর ভিড় ছিল চোখের পড়ার মতো। তুষার শুভ্র রায়-এর পরিচালনায় সেবা নীড়ের হয়ে বেশ কয়েকজন কর্মী ক্যাম্পেইন সম্পন্ন করেন। যাদের মধ্যে মোঃ রাজু ইসলাম, অঙ্কুর, মোবাশ্বের, তনু অন্যতম ভূমিকা পালন করেন।
ক্যাম্পেইন নিয়ে বিশেষ মতামত দিয়ে আইইটি-এর অধ্যক্ষ বলেন, এরকম ক্যাম্পেইন মানুষকে রক্ত সম্পর্কে জানতে এবং জানাতে সহায়তা করবে। রক্ত দানের ক্ষেত্রে মানুষকে উজ্জীবিত করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।