চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, পর্দায় যেমন ভয় দেখাই বাস্তবেও ভয় দেখাতে জানি। সুতরাং ভয় দেখিয়ে লাভ নেই। শিল্পীরা ভয় পায় না। যতবারই শিল্পীদের ভয়-ভীতি দেখিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে ততই শিল্পীরা গর্জে উঠে প্রতিহত করেছেন। কদিন আগে শাপলা মিডিয়ার অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে।
এরই প্রতিবাদে গতকাল বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এফডিসিতে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেওয়ার পর জায়েদ খান বলেন, এই হামলার বিচার চাই। যদি এর বিচার না হয় তবে আমরা এফডিসির গেটে কঠোর কর্মসূচি পালন করব। দরকার পড়লে সংগঠন থেকে রাজপথে নামব।
৭-৮ দিনের মধ্যে অপরাধীদের খুঁজে বের করার দাবি জানিয়ে জায়েদ খান বলেন, শুধু বুধবার আমরা প্রতিবাদ জানাচ্ছি ভাবলে ভুল হবে। যত দিন না তদন্ত শেষে বিচার হবে আমরা সক্রিয় থাকব। দরকার হলে এফডিসির কার্যক্রম বন্ধ হবে। তার পরও মাস্তান বা সন্ত্রাসীদের জায়গা এখানে হবে না। দ্রুত বিচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, র্যাব ও পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করি। শাপলা মিডিয়া অফিসে হামলার প্রতিবাদে এফডিসির পরিচালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।