স্বতন্ত্র-২ চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গণনার শেষে রাত ১০ টায় বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ।
চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হক আবু ভোট পেয়েছেন ৯ হাজার ৭৬৫। প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা ভোট পেয়েছেন ৬ হাজার ৯০৯। কুন্দুগ্রাম ইউপির নৌকা প্রতীকের প্রার্থী শামিম উল ইসলাম ভোট পেয়েছেন ৭ হাজার ৬৯১।
প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এসএম বেলাল হোসেন ভোট পেয়েছেন ৫ হাজার ২৭৫। আদমদীঘি সদর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান ভোট পেয়েছেন ৮ হজার ৫১৭। প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী বুলবুল ফারুক ভোট পেয়েছেন ৭ হাজার ১০৩। সান্তাহার ইউপির নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি ভোট পেয়েছেন ৬ হাজার ৯৬৭। প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোজাহার হোসন পিন্টু ভোট পেয়েছেন ৫ হাজার ২২০। চাঁপাপুর ইউপির স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম (মাস্টার) ভোট পেয়েছেন ৫ হাজার ৩১১।
প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী ইউনুছ আলী ভোট পেয়েছেন ৫ হাজার ১৯৩। নশরতপুর ইউপির স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা ভোট পেয়েছেন ৬ হাজার ৫০৭। প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উজ্জ্বল হোসেন ভোট পেয়েছেন ৬ হাজার ৪১৯। ছাতিয়ানগ্রাম ইউপি একটি কেন্দ্রে ভোট গণনা বাকি রয়েছে।
উল্লেখ্য, আদমদীঘির ৬ টির ইউপির মধ্যে সান্তাহার ইউপিতে ইভিএম ও ৫ টিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৩৭ হাজার ১৬১ জন। পুরুষ ভোটার সংখ্যা ৬৮ হাজার ৯৫৯ জন। মহিলা ভোটার সংখ্যা ৬৮ হাজার ২০২জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।