অরিজিৎ সিংয়ের পর এ মুহূর্তে বলিউড মাতাচ্ছেন জুবিন নটিওয়াল। সেই জুবিন এবার জানালেন, তার এই সাফল্যের নেপথ্য নায়ক আর কেউ নয়; ভারতের সুর সম্রাট এআর রহমান। এক অনুষ্ঠানে জুবিন স্মৃতিচারণ করলেন সে কথা। ২০০৮ সালে একটি রিয়েলিটি শোতে সুযোগ পেয়েছিলেন জুবিন। শোর একটি পর্বে অতিথি বিচারক হিসেবে সেখানে একবার হাজির হয়েছিলেন এআর রহমান।
জুবিন তখন ১৮ বছর বয়সি টগবগে যুবক। অস্কারজয়ী সুরকারের সামনেই পারফর্ম করেন জুবিন। জুবিনের কণ্ঠের প্রশংসা করেন এআর রহমান। তবে কয়েকটি উপদেশ দেন তিনি। এআর রহমান বলেন, ‘তোমার গলার স্বর অন্যদের থেকে বেশ আলাদা। তবে ধৈর্য ধরতে হবে। আরও একটু বয়স বাড়ুক তোমার, গলা আরও একটু ভারি হোক।
সুতরাং আরও ২-৩ বছর অপেক্ষা কর।’ জুবিন জানান, ‘এআর রহমানের ওই উপদেশ মেনে আর কোনো প্রতিযোগিতায় অংশ না নিয়ে বাড়ি ফিরে যান তিনি।’
এর বছর তিনেক বাদে এক সংগীত অনুষ্ঠানে মঞ্চে মোহাম্মদ রফির গান নিজের গলার স্বরে নিজেই চমকে উঠেছিলেন জুবিন। জুবিন বলেন, ‘স্পষ্ট বুঝেছিলাম গলার স্বর বদলে গেছে আমার। ভারি হয়েছে। বুঝেছিলাম সময় চলে এসেছে। বাড়ি এসে পরিবারকে জানিয়েছিলাম। এরপর সোজা মুম্বাই পাড়ি জমাই।’ এরপর বাকিটা সংগীতপ্রেমীদের জানা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।