চলতি মৌসুম শুরুর আগে সবচেয়ে আলোচিত দলবদল ছিল এটি। কম দিন তো আর না- বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছিলেন মেসি। যোগ দিয়েছিলেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁতে। তবে এই মৌসুম পরেই থমকে যেতে পারে মেসি-পিএসজি সম্পর্ক।
কথাটি অবশ্য বার্সেলোনার সাবেক মিডফিল্ডার লুবো কারেস্কোর। তবে তার বক্তব্যের পেছনে জুড়ে দেওয়া হয়েছে একটি শর্ত। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে এক বছরেই সব শেষ হয়ে যাবে বলে মনে করেন কারেস্কোর। তিনি বলেছেন, মেসি সবসময় বার্সেলোনার ভাবটা পিএসজিতে মিস করে। যদি সে সফল হয় মানে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তাহলে সে আরেক বছর পিএসজিতে থাকবে।
আর পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তাহলে এই বছরটাই হবে দীর্ঘ। ইতোমধ্যেই চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ৩৪ বছর বয়সী মেসি। কারেস্কোর মনে করেন, তবুও এবার জিততে না পারলে আফসোস করবেন মেসি, আমার মনে হয় না স্পোর্টিং দিক থেকে সে নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস করে, কিন্তু জিততে না পারলে বুঝতে পারবে (সিদ্ধান্ত ভুল ছিল)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।